ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  • অন্যান্য

সড়কে দুর্ঘটনা রোধে ১৮ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ । ৬৪ জন

সড়ক দুর্ঘটনার হার গত ঈদুল আজহার তুলনায় এবারের ঈদে ২২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ অবস্থায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদ যাত্রা আর উৎসব যেন প্রাণহানির ঘটনায় পরিণত না হয়—এ জন্য কার্যকর নীতিমালা ও কঠোর বাস্তবায়ন জরুরি।’

সংগঠনটির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে ১৫ দিনে (আগামী-আগে-পরে মিলিয়ে) সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়কেই প্রাণ গেছে ৩৯০ জনের, আহত হয়েছেন ১১৮২ জন। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল, যাতে নিহত হয়েছেন অন্তত ১৪৭ জন।

দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতির ১৮ দফা সুপারিশ:

১. মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ
২. মহাসড়কে ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ
৩. সড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা
৪. দক্ষ চালক তৈরির জাতীয় উদ্যোগ
৫. ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস প্রদান
৬. জাতীয় মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেইন নির্মাণ
৭. চাঁদাবাজি ও অনিয়ম রোধ
৮. চালকের ন্যায্য বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ
৯. সড়কে নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা
১০. রোড সাইন ও রোড মার্কিং স্থাপন
১১. সড়ক পরিবহন আইন ডিজিটাল প্রযুক্তিতে প্রয়োগ
১২. আধুনিক মানসম্পন্ন বাস নেটওয়ার্ক তৈরি
১৩. নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি
১৪. মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপের উদ্যোগ
১৫. মানসম্পন্ন সড়ক নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ
১৬. রুটভিত্তিক রোড সেইফটি অডিট
১৭. ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের ওপর থেকে ভ্যাট ও আয়কর প্রত্যাহার
১৮. ঈদের ছুটির সময় কমপক্ষে চার দিন বাড়ানো

মোজাম্মেল হক বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে চাইলে এসব সুপারিশ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।” তিনি আরও জানান, যাত্রী কল্যাণ সমিতি নিয়মিত দুর্ঘটনার পরিসংখ্যান পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে আসছে, যার ভিত্তিতে এই সুপারিশমালা তৈরি করা হয়েছে।