কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় আশিকুল ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুরের ভাঙ্গাবটতলা এলাকায় ঘটেছে।
নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মহর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে মিরপুর থেকে নিজ বাড়ি চৌধুরীপাড়ার দিকে যাচ্ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক আশিকের মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুমড়ে মচড়ে যায় এবং আশিক ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশিকের লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানা হেফাজতে নেয়। পুলিশ ঘাতক ট্রাকটির শনাক্তকরণ ও চালককে আটক করার চেষ্টা করছে।


