ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩

সারাদেশে ৫২ বাজারে অভিযান, জরিমানা ৩,৫০,৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ । ৩২৩ জন

সারাদেশে ৩৭টি টিম কর্তৃক ৫২টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৮২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩,৫০,৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তর।

আজ রোববার ঢাকা মহানগরীসহ সারাদেশে এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের বাজার এসব অভিযান অব্যাহত রাখবে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।