ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

হোমনায় বজ্রপাতে একই পরিবারের দুই নারীসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ । ১৩৯ জন

কুমিল্লার হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ওই সময় তিনজন উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে, আর যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে তারা ঘাটের পাশে আশ্রয় নিচ্ছিলেন। ঠিক তখনই বজ্রপাত ঘটে। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।