ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মেঘনার ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে রায়পুরায় মানববন্ধন

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ । ২৩৬ জন

নরসিংদীর রায়পুরায় মেঘনার পাড়ে অবস্থিত চানপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার বিকালে মেঘনার পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে ওই গ্রামকে নদীভাঙন থেকে রক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদার ইজারাকৃত স্থান থেকে বালু উত্তোলন না করে গ্রামের পাশে এসে ফসলি জমি কেটে নিচ্ছেন। ফলে গত কয়েক বছরে কয়েকশ বিঘা ফসলি জমিসহ নদীতে বিলীন হয়ে গেছে অনেক বসতভিটা। এর প্রতিবাদ করলেই গ্রামবাসীর বিরুদ্ধে করা হয় মিথ্যা মামলা।

বক্তব্য রাখেন রোমান মিয়া, বাইজিদ মিয়া, ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, আখতার হোসেনসহ অনেকে।