ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫

বেতন কমানোর প্রতিবাদে বিএটি কুষ্টিয়া কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ । ১৯৪ জন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির কুষ্টিয়া জেএলটি কারখানায় ঠিকাদার কর্তৃক নিয়োজিত মৌসুমি শ্রমিকরা বেতন কমানো ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আজ (১৫ জুন) রবিবার সকাল থেকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা শান্তিপূর্ণভাবে ১২ দফা দাবি তুলে ধরেছেন।

প্রতিবাদরত শ্রমিকদের দাবি, এই বছর তাদের বেতন নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৫০০ টাকা, যা বর্তমান বাজারদরে একজন শ্রমিকের পরিবার পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। অতীতের তুলনায় এবারের বেতন কম হওয়ায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।

শ্রমিকদের দাবি অনুযায়ী, এই ১২ দফা দাবির মধ্যে রয়েছে—

১। সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা দিতে হবে।
২। প্রতি বৎসর বেতন ২০% হারে বাড়াতে হবে।
৩। বেতনের সমপরিমান বোনাস দিতে হবে।
৪। সাপ্তাহিক ছুটি সহ অনান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘন্টা ওভার টাইম দিতে হবে।
৫। ফুল সেট মানসম্মত ২ সেট পোষাক দিতে হবে।
৬। নাইট এলাউন্স দিতে হবে।
৭। কর্মরত অবস্থায় কোন শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচ সহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে।
৮। সকল শিফটে মানস্বম নাস্তা দিতে হবে।
৯। পরবর্তী সিজনে চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
১০। সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমান খোরাকী দিতে হবে।
১১। গত ২৪/০৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে।
১২। কোম্পানীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করার সুযোগ দিতে হবে।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএটি’র অধীন বিভিন্ন মৌসুমে কাজ করে আসছেন। কিন্তু চলতি বছরে বেতন কমিয়ে দেওয়া ও অন্য সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন।

এতে কারখানার সামনে শতাধিক শ্রমিক জড়ো হয়ে দাবিপত্র হাতে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। কারখানার প্রবেশপথ বন্ধ থাকায় কাজও বন্ধ রয়েছে। তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন আরও বর্ধিত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।