ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  • অন্যান্য

পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ । ৫২ জন

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভু হালদারকান্দি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি টানা বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল, মহেশপুর, রাঢ়ী পাড়া, আশুলির চর, পূর্ব রাঢ়ী পাড়াসহ অন্তত ১০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বসতভিটা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্তরা বলেন, “প্রতিবছর বর্ষা মৌসুম এলেই আমরা আতঙ্কে থাকি। অথচ দীর্ঘদিন ধরেই ভাঙন রোধে কোনো কার্যকর বা স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত জিও ব্যাগ ফেলে জরুরি ব্যবস্থা না নিলে বিপর্যয় আরও বাড়বে।”

তারা আরও জানান, বিগত তিন বছরে পদ্মার ভাঙনে দেড় শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। অথচ এখনো পর্যন্ত কার্যকর কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাঙন রোধে শীঘ্রই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

পরামর্শ: ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।