ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  • অন্যান্য

দেশের ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ । ৭০ জন

রাজধানীসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) রাতে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসটি বুধবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, ১৭ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়ে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে তা ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হয়।

অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর পাহাড়ি এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতা জারি করেছে। বিশেষ করে যেসব এলাকা ভূমিধসপ্রবণ, সেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষকেও জরুরি প্রয়োজন ছাড়া সতর্ক হয়ে চলাফেরা করতে বলেছে আবহাওয়া বিভাগ।