আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির দাপট বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২২ জুন) থেকে বুধবার (২৫ জুন) পর্যন্ত দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টি?
অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ
বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়: খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ
বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা
বলা হয়েছে, এসব অঞ্চলে বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। জনসাধারণকে সতর্ক থাকা এবং ঝড়বৃষ্টির সময় ঘরের বাইরে না থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাপমাত্রার অবস্থা
আবহাওয়া অফিস জানায়, এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পরবর্তী কয়েকদিন তা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে গরমের তাপ অনুভব কিছুটা বাড়লেও বৃষ্টির কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়ার বিরূপতা বেশি থাকতে পারে।