ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  • অন্যান্য

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ । ২৯৫ জন

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করা হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বার্তায় জানানো হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঝড়ের সম্ভাবনায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব বিভাগেই সারা সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রপাতসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার এই প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সতর্কতা:
সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা, নৌযানচালক ও কৃষকদের আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।