ঢাকারবিবার , ৮ জুন ২০২৫

তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ । ৮৩ জন

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু অঞ্চলে চলমান তাপপ্রবাহ এখনও প্রশমিত হয়নি এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

রবিবার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি আগামী পাঁচ দিনে দেশের অন্য বিভাগগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহ চলছেই
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, খুলনা বিভাগ, রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখনো প্রশমিত হয়নি। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

মৌসুমী বায়ুর অবস্থা
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, “মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবেই কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।”

রবিবারের পূর্বাভাস
আজ রবিবার (৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিশেষ সতর্কতা
বৃষ্টি শুরু হলেও যেসব অঞ্চলে তাপপ্রবাহ চলছে, সেখানে তাপজনিত অসুস্থতার ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।