ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫

চার দিনের আবহাওয়ার পূর্বাভাস: কিছু এলাকায় বৃষ্টি, বাড়বে ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ । ১১০ জন

আগামী চার দিন দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়লেও তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস রয়েছে।

শনিবার (৭ জুন) প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার (৮ জুন) থেকে বুধবার (১১ জুন) পর্যন্ত দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে।

দিবসভিত্তিক পূর্বাভাস

রোববার (৮ জুন):
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সোমবার (৯ জুন):
চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়বে।

মঙ্গলবার (১০ জুন):
আবহাওয়ার ধরন থাকবে প্রায় একই রকম। চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ জুন):
ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক।

বর্ধিত পূর্বাভাস: বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে (১২–১৬ জুন) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

গরমে সতর্কতা ও প্রস্তুতি
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির অনুপস্থিতিতে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে তাপমাত্রা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিশু, বৃদ্ধ ও অসুস্থদের গরমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।