ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ঘন কুয়াশার মধ্যে তিন বাস ও ভ্যানের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ । ৪৮ জন

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস এবং এক কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে হাঁসাড়া হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আহতদের অবস্থা গুরুতর নয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়া হলে চলাচল স্বাভাবিক হয়।

ওসি এটিএম মাহমুদুল হক আরও জানান, ঘন কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অতিরিক্ত সতর্কতার অভাব এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ। তিনি দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে অতিরিক্ত সাবধানী হয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।