ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ । ৩৮ জন

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ১৩৪ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম দ্যা গালফ নিউজ, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ১৩ হাজার ১২৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৪ হাজার ৮২৬ জন, এবং শ্রম আইন লঙ্ঘনকারী ৩ হাজার ১৮০ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৬৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি, এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। বর্তমানে দেশে ৩১ হাজার ৯১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৫৩ জন নারী।

গ্রেফতারকৃতদের মধ্যে ২২ হাজার ৭১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৫ হাজার ৭৮ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। একই সময়ে ইতোমধ্যে ১১ হাজার ৬৭৪ জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করা ১৪ জনকেও গ্রেফতার করা হয়েছে। সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার ক্ষেত্রে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা রয়েছে।

মরু দেশ সৌদি আরবে বর্তমানে ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক এখানে কাজ করছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে যাতে আইন লঙ্ঘন এড়ানো যায়।