ঢাকারবিবার , ২৫ মে ২০২৫

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ । ৬৭ জন

নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার (২৫ মে) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, তাদের সমমর্যাদার বিভিন্ন দফতরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরও অনেক দফতরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।

তারা আরও জানান, সমপর্যায়ে বিভিন্ন দফতরের কর্মচারীদের দেখে স্বাস্থ্য সহকারীদের মাঝে বৈষম্যের বীজ দানা বেঁধেছে। এটা স্বাস্থ্য সহকারীগণের জন্য লজ্জাজনক একটি বিষয়। দ্রুত দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো-

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে।

৫. বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যতসংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

দেশের বিভিন্ন উপজেলা থেকে দুই হাজারের বেশি স্বাস্থ্য সহকারী কর্মসূচি পালন করছেন।