আজ ২০ নভেম্বর সোমবার বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আর দূষণ মাত্রার দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরে এই তালিকা প্রকাশ করে।
সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩২২। এ ছাড়া পাকিস্তানের শহর করাচি ২৪৭ স্কোর নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে; ২৪৫ স্কোর নিয়ে পরের অবস্থানে আছে দেশটির আরেক শহর লাহোর। আর পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৭৬।

ঢাকার বাতাসে ধুলা
[ছবি : সংগৃহিত]
সারা বিশ্বের ৯০ ভাগ মানুষ দূষিত বায়ু গ্রহণ করতে বাধ্য হচ্ছে। ২০১৬ সালে ৭০ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে এ বায়ুদূষণ। এর মধ্যে শিল্প কারখানা ও গাড়ি থেকে সৃষ্ট দূষণে মারা গেছে ৪২ লাখ, আর গৃহস্থালী বায়ুদূষেণের কারণে মারা গেছে ৩৮ লাখ মানুষ।