ঢাকাসোমবার , ২ জুন ২০২৫

ঢাকায় আরও পাঁচটি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ । ৫০ জন

শিশুদের মানসিক বিকাশ, শতভাগ ভর্তি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দৃষ্টিনন্দন বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ জুন) রাজধানীর উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

উদ্বোধন করা ভবনগুলো হলো—

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তরা)

২. ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মিরপুর ১ নম্বর সেকশন)

৩. খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় (মিরপুর ১২)

৪. ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তরা)

৫. কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় (গেন্ডারিয়া, ধুপখোলা মাঠ সংলগ্ন)

নতুন ভবনগুলো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে চারটি ভবন ছয়তলা ভিতবিশিষ্ট চারতলা এবং একটি ভবন তিনতলা বিশিষ্ট। ভবনগুলোতে ৭৫টি শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষ এবং ৮৯টি ওয়াশ ব্লক রয়েছে। মোট ধারণক্ষমতা ২,৬৯৬ জন ছাত্র-ছাত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ এবং প্রকল্প পরিচালক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “শুধু ভালো ভবন তৈরি করলেই শিক্ষার মান বাড়বে না, দরকার শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। শিশুরা শুধু বই পড়ে শেখে না, শেখে পরিবেশ, কর্মসূচি ও অভিভাবকদের কাছ থেকেও।”

তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো, প্রাথমিক সমাপ্তির পর শিশু যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও লিখতে পারে। পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে— এই মৌলিক শিক্ষায় দক্ষ করে তুলতেই আমাদের প্রচেষ্টা।”

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর উপদেষ্টা আরও পাঁচটি দৃষ্টিনন্দন স্কুল ভবনের উদ্বোধন করেছিলেন, যা মিরপুর, বাড্ডা, ডেমরা ও গুলশান এলাকায় অবস্থিত।

বর্তমানে “ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় ঢাকা শহরের ১২টি থানায় ১৩২টি স্কুল ভবন পুনর্নির্মাণ, ১০টি ভবন মেরামত এবং ১৪টি নতুন বিদ্যালয় (উত্তরাতে ৩টি, পূর্বাচলে ১১টি) স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ এবং মোট বরাদ্দ ১,৩৭২ কোটি ৮২ লাখ টাকা।

প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণে দায়িত্বপ্রাপ্ত সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।

এই প্রকল্পের মাধ্যমে রাজধানী ঢাকায় শিশুদের জন্য মানসম্মত ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করার দিকে আরেকটি বড় পদক্ষেপ গ্রহণ করা হলো।