বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঝড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পাকা ধান মাটিতে ন্যুয়ে পড়েছে। এতে ধান কাটতে এবং খড় শুকাতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।
শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিনভর বৃষ্টির কারণে মাঠে থাকা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝড়ো হাওয়ার কারণে অধিকাংশ ক্ষেতের ধান মাটিতে লুটিয়ে পড়েছে।
কুড়িগ্রাম থেকে আসা ধান কাটার শ্রমিক মোহাম্মদ আলী বলেন, “বাসাইলে ১০-১২ দিন ধরে এসেছি। দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো কাজ করতে পারছি না। বসে বসে দিন পার করছি।”
বগুড়া থেকে আসা শ্রমিক জাহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন ১ হাজার টাকায় কাজ করছি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ধান কাটার কাজ বন্ধ হয়ে গেছে। অনেক জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।”
এদিকে কৃষক লাল মাহমুদ বলেন, “আমার ৩০ শতাংশ জমির ধান মাটিতে পড়ে গেছে। শ্রমিক সংকটের পাশাপাশি অতিরিক্ত খরচের কারণে ক্ষতির মুখে পড়ছি। খড়ও শুকাতে পারছি না।”
বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “এ পর্যন্ত ৮০-৯০ শতাংশ ধান কাটা হয়েছে। মাঠে থাকা ধান দ্রুত কাটার উপযোগী। হঠাৎ বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও আমরা কৃষকদের পাশে রয়েছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি।”
প্রাকৃতিক দুর্যোগের এ ধরনের পরিস্থিতিতে কৃষকরা যেন সর্বোচ্চ সহায়তা পান, সে লক্ষ্যে কৃষি বিভাগ নিয়মিত মাঠপর্যায়ে নজরদারি করছে বলে জানান তিনি।