স্মার্টওয়াচ শুধু সময় বা স্বাস্থ্য নজরদারির যন্ত্র নয়—এটা আবারও প্রমাণ করলো গুগল। এবার স্মার্টওয়াচে আসছে এক নতুন সুবিধা, যা ভূমিকম্পের আগাম বার্তা দিতে পারবে। ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’ নামের এই প্রযুক্তি স্মার্টফোনের পর এবার স্মার্টওয়াচেও চালু করছে গুগল।
২০২০ সালে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার চালু করে গুগল। তখন থেকেই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার এই ফিচার নানা সময় কার্যকারিতা দেখিয়েছে। স্মার্টফোনের মতোই স্মার্টওয়াচেও এবার সেই সেবা পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের জীবন রক্ষা করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
এই সিস্টেম আলাদা কোনো সিজমোমিটার নয়, বরং স্মার্টফোন ও স্মার্টওয়াচের মোশন সেন্সরের উপর নির্ভর করে। অনেক ডিভাইস একসঙ্গে কম্পন অনুভব করলেই গুগলের সার্ভার বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে। তখন তা দ্রুত সতর্কবার্তা পাঠায় কাছাকাছি থাকা ব্যবহারকারীদের কাছে।
স্মার্টওয়াচে এই ফিচার যুক্ত হওয়ায়, এখন ফোন কাছে না থাকলেও ঘড়ি থেকেই আগাম সংকেত পাওয়া যাবে। বিশেষ করে যারা এলটিই-সক্ষম স্মার্টওয়াচ ব্যবহার করেন, তাদের জন্য এটি আরও কার্যকর হবে।
গুগল এখনো জানায়নি ঠিক কেমন হবে সেই অ্যালার্ট, তবে ধারণা করা হচ্ছে স্মার্টফোনের মতোই পপ-আপ সতর্কবার্তা আসবে, যা কয়েক সেকেন্ড আগেই ভূমিকম্পের তথ্য জানাবে।
কেন গুরুত্বপূর্ণ?
ভূমিকম্প পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও, আগাম বার্তা পাওয়া গেলে নিরাপদ স্থানে সরে যাওয়া কিংবা অন্যদের সতর্ক করা সম্ভব। এতে প্রাণহানি কমানো যেতে পারে।