মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইটভাটার ধোঁয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী কৃষকরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের প্রায় ৭৫ জন কৃষক এই কর্মসূচিতে অংশ নেন। কৃষকদের অভিযোগ, মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটভাটার ধোঁয়া ও তাপের কারণে তাদের এক শত বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।
কৃষকরা জানান, অভিযোগের ভিত্তিতে গত ২০ মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠিত কমিটি প্রাথমিকভাবে সাড়ে ৮ লাখ টাকার ক্ষতির কথা জানায় এবং ২১ মে-র মধ্যে কৃষকদের অর্ধেক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।
তবে কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও ইটভাটার মালিকপক্ষ ক্ষতিপূরণ দেয়নি, বরং ভয়ভীতি ও হুমকি দিচ্ছে এবং রাতের অন্ধকারে সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ইউএনও অফিস ত্যাগ করবেন না বলে জানান কৃষক মো. শামীম।
অন্যদিকে ইটভাটার মালিকপক্ষের প্রতিনিধি আবুল কালাম দাবি করেন, তদন্ত কমিটি কেবল কৃষকদের বক্তব্য নিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেনি। তিনি দাবি করেন, ফসলের ক্ষতির জন্য ধোঁয়া দায়ী নয়।
সাটুরিয়া উপজেলার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি বর্তমানে মানিকগঞ্জে জরুরি কাজে রয়েছি। অফিসে ফিরে কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
ভূক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত ক্ষতিপূরণের টাকা না পেলে তারা আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।