ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  • অন্যান্য

আগামী ৪ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ । ১৯৬৭ জন

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু করে রোববার (৮ জুন) পর্যন্ত দেশের কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শুষ্ক আবহাওয়াও বিরাজ করতে পারে।

বুধবার (০৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, ৫ জুন, বৃহস্পতিবার: খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

৬ জুন, শুক্রবার:
দেশের আটটি বিভাগেই—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৭ জুন, শনিবার:
এই দিন মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৮ জুন, রোববার:
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক এবং আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।