ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ । ১৭৫ জন

দিনাজপুরে টানা ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বয়স্ক ব্যক্তি ও যানবাহন চালকরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ বলে জানিয়েছে দিনাজপুর জেলা আবহাওয়া অফিস।

ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক, মাঠ ও নদীর ঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকায় দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে যায়। ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও সতর্কভাবে চলাচল করতে দেখা গেছে।

টানা কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে অনেক মানুষ কাজে যেতে পারছেন না। শীত থেকে রক্ষা পেতে বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। সন্ধ্যার পর থেকে শিশির বৃষ্টির মতো ঝরায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

বাসচালক মাফিজুল ইসলাম বলেন, “ঘন কুয়াশা আর তীব্র শীতে বাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ। সামনে ঠিকমতো দেখা যায় না। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, তবু যাত্রীদের কথা ভেবে সাবধানে গাড়ি চালাচ্ছি।”

বৃদ্ধ সারত বলেন, “এই কনকনে শীতে আগুনের পাশে না থাকলে শরীর টেকে না। বয়স হয়েছে, ঠান্ডা আর সহ্য হয় না। আগুন পোহানোই এখন একমাত্র ভরসা।”

মোটরসাইকেল চালক ফারুক বলেন, “তীব্র শীত আর কুয়াশায় মোটরসাইকেল চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। ঠান্ডা বাতাসে শরীর অবশ হয়ে যায়, চোখে পানি চলে আসে। তবু কাজের তাগিদে বের হতে হচ্ছে।”

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, “আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।”