ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ২০ একর বনভূমি পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ । ১০২ জন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে অবৈধ দখলমুক্ত করা হয়েছে প্রায় ২০ একর সরকারি বনভূমি। বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় বুধবার (২৪ ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথকভাবে দুটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম এবং পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বসতবাড়ি, সুপারি বাগান ও পেঁপে বাগান উচ্ছেদ করে ওই বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১ হাজার ২০০টি সুপারি গাছ, ২০০টি পেঁপে গাছ এবং ৫০টি বরই (কুল) গাছ ধ্বংস করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত ১২টি সীমানা নির্দেশক পিলার জব্দ করা হয়েছে।

এ অভিযানে পানেরছড়া রেঞ্জের সব কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ধোয়াপালং রেঞ্জের স্টাফ এবং ক্যাচিং মারমার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।

বন বিভাগ জানায়, সরকারি বনভূমি দখলমুক্ত রাখা এবং বন সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।