ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

নড়াইলে গোবরা-আগদিয়া সড়ক এখন মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ । ৬৩ জন

নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ উঠে গেছে, তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানা-খন্দ। এতে যান চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা।

প্রতিদিন এই সড়ক দিয়ে নড়াইল শহর, যশোরের নওয়াপাড়া ও খুলনার দিকে যাতায়াত করেন হাজারো মানুষ। তবে সড়কের বেহাল দশায় সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় গর্তে আটকে পড়ে ট্রাক ও বাসের মতো ভারী যানবাহন, আর ছোট যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন।

স্থানীয় ভ্যানচালক হেলাল খান বলেন, “গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত এই রাস্তা এত খারাপ যে প্রায়ই ভ্যান বা ইজিবাইক উল্টে যায়। ইটসুরকির জোড়াতালি দিয়ে কিছুদিন টিকলেও আবার আগের অবস্থায় ফিরে আসে। আমরা চাই টেকসই সংস্কার।”

একই অভিযোগ মোটরসাইকেলচালক মশিয়ার রহমানেরও। তিনি বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে। কখন উল্টে যাই বলা যায় না, বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়।”

এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সড়কটি দ্রুত মেরামতের দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নড়াইলের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, “আমি সম্প্রতি রাস্তাটি পরিদর্শন করেছি। রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কটি চলাচলের উপযোগী করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা-দ্রুত সংস্কার কাজ শুরু করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাতে প্রাণঘাতী এই সড়ক আবার নিরাপদ পথ হিসেবে ফিরতে পারে।