সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মধ্যরাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ গোয়াসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দু’টি একই দিক থেকে চলছিল। গোয়াসপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল সামনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলের চার আরোহীই সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোলাপগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রফিক মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


