ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কনকনে শীত, নেমেছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ । ১৪৫ জন

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে জেলাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীত ও কম দৃষ্টিসীমার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। সূর্যোদয় ভোর ৬টা ৪৫ মিনিটে হলেও ঘন কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকায় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। কুয়াশা ও হিমেল বাতাসে সকাল থেকেই কনকনে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের তীব্রতা বেড়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রার ব্যবধান দাঁড়ায় মাত্র ৯ দশমিক ৭ ডিগ্রি, যা শীতের অনুভূতি আরও প্রকট করেছে।

তীব্র শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকদের ভোরেই কুয়াশার মধ্যে কাজে বের হতে হচ্ছে। শীতের প্রকোপ বাড়ায় ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানান, বর্তমানে বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে, যার ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।