ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বিমানের নিরাপত্তায় সিগারেট ও লাইটার বাজেয়াপ্ত করতে দৈনিক ব্যয় হয় ১২০০ ঘন্টা!

তাসনিয়া মিন্নি
আগস্ট ৩, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ । ৪০৮ জন

ভারতের বিমান বন্দরে প্রতিদিন সিগারেট, লাইটার, পারফিউম স্প্রে, পাওয়ার ব্যাঙ্ক বাজেয়াপ্ত করতেই ১২০০ ঘন্টারও বেশি সময় নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ভারতের ‘এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (BCAS)’ এর মহাপরিচালক জুলফিকার হাসান। গত সোমবার নয়াদিল্লিতে এভিয়েশন সেফটি উইক ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের একথা উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিমান বন্দরে সিগারেট লাইটার, কাঁচি, ছুরি, তরল এবং অ্যারোসল, পাওয়ার ব্যাঙ্ক, আলগা ব্যাটারি এবং ল্যাপটপগুলি সবচেয়ে বেশি বাজেয়াপ্ত করা হয়। ফ্লাইটে নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় ব্যয় হয় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের।

বিভিন্ন বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ হ্যান্ড ব্যাগেজ পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে প্রায় পাঁচ লক্ষ প্রকারের আইটেম রয়েছে। যেগুলো বহন করে ৪.৮ লক্ষ জনের বেশি যাত্রী। সাধারণত যেগুলো পরীক্ষা করা হয় তিন হাজার তিনশোটিও বেশি ফ্লাইটের জন্য।

জুলফিকার হাসান আরো বলেন, অবাক হওয়ার মতো বিষয় হলো যাত্রীদের বহন করা হ্যান্ড ব্যাগে লাইটার থাকে ২৬ শতাংশ, কাঁচি ২২ শতাংশ, ছুরি ১৬ শতাংশ এবং অ্যারোসল ১৪ শতাংশ। এবং উদ্ধার হওয়া জিনিসের ৮০ শতাংশই খুব সাধারণ জিনিস।