দেশের ১৮টি অঞ্চলে আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ো হাওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে—রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল।
এই কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর নদীপথে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।