ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫

ঢাকায় কারখানা বন্ধ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ । ১৪৯ জন

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ ঢাকায় তাদের কারখানা ও প্রধান কার্যালয় ১ জুলাই ২০২৫ থেকে স্থায়ীভাবে বন্ধ করছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মোহাখালী ডিওএইচএস এলাকার জমি ছেড়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দেওড়া, বালিভদ্র বাজার এলাকায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস মোহাখালী থেকে আশুলিয়ায় স্থানান্তর করা হচ্ছে এবং সেই অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে বিএটির দীর্ঘদিনের লিজ চুক্তি নবায়ন না হওয়ায় কোম্পানিটি আদালতের শরণাপন্ন হয়। ২০২৪ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিএটির রিট আবেদন খারিজ করে দেন। এরপর ২০২৫ সালের ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগও সেই রায় বহাল রাখে। ফলে প্রতিষ্ঠানটিকে জমি ছাড়তে বাধ্য করা হয়।

ঢাকার আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি তামাক কারখানা ও প্রধান অফিস অবশেষে সরিয়ে নেওয়ার এই ঘটনা জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বহুদিন ধরেই নাগরিক সমাজ ও তামাকবিরোধী সংগঠনগুলো এই কারখানা অপসারণের দাবি জানিয়ে আসছিল।