ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫

ডেল্টা লাইফের নবাবগঞ্জে উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ । ৪০ জন

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির একক বীমা বিভাগের নবাবগঞ্জ সার্ভিস সেন্টারে এক বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ মে) আয়োজিত এই সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একক বীমা বিভাগের উন্নয়ন প্রধান ও নির্বাহী সহ-সভাপতি (ইভিপি) মোঃ ফরহাদ জলিল। নবাবগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও ইভিপি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় সেন্টারের অধীনস্থ ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উত্তম কুমার সাধু কর্মীদের উদ্দেশ্যে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ের কর্মীদের পেশাদারিত্ব, গ্রাহকসেবার মান বৃদ্ধি ও দলীয় কাজের সমন্বয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা উন্নয়ন পরিকল্পনা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।