জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, এমনকি অনেক সময় পানিতে মাছ ভেসে উঠছে-এসবই পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ সংকেত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “তোমাদের এমন কোনো কাজ করা যাবে না যা পরিবেশের ক্ষতি করে।”
রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়া আদর্শ একাডেমীতে জুলাই শহীদ শাহরিয়ার খান আনাসের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “জুলাই শহীদ শাহরিয়ার খান আনাস আমাদের সামনে নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছে। তার দেখানো পথ অনুসরণ করে আমাদের শুধু দেশ নয়, পরিবেশ এবং মানবজাতিকেও রক্ষা করতে হবে।”
তিনি আরও জানান, আনাসের লেখা চিঠিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। “আনাসের চিঠি দূরদর্শিতার এক অনন্য নজির। তার কাজ ও মূল্যবোধ যেন সবাই জানতে পারে, সে জন্যই আমরা চাই তার চিঠি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে স্থান পাক,” বলেন তিনি।
বিদ্যালয়ে সংগীত চর্চা নিয়ে বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “অনেকে বলেন বিদ্যালয়ে সংগীত শিক্ষক রাখা যাবে না, গান করা যাবে না। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা যে দেশাত্মবোধক গান ও মাতৃত্ববিষয়ক পরিবেশনা দেখেছি, তা প্রমাণ করে সংগীত শিক্ষার প্রয়োজনীয়তা কতটা গভীর।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আনাসের লেখা চিঠি মুখস্থ করে আবৃত্তি আকারে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারেন।”
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তিনি বলেন, “ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩০’-এ এসব বিষয় গুরুত্ব পাবে বলে আশা করি। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের ডিম পাড়ার স্বাভাবিক সময়সূচি বিঘ্নিত হচ্ছে। আষাঢ়ে বৃষ্টি না হলে ইলিশ আশ্বিনে ডিম পাড়তে পারে না। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা এখন সময়ের দাবি।”
প্লাস্টিক দূষণ নিয়ে তিনি সতর্ক করে বলেন, “সমুদ্রে প্লাস্টিক ও নদীতে দূষণ এখন ভয়াবহ পর্যায়ে। গবেষণায় দেখা গেছে, ইলিশ মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই প্লাস্টিকই শেষ পর্যন্ত মানুষের শরীরে প্রবেশ করছে। তাই প্লাস্টিকের ব্যবহার কমাতে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ একাডেমী গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহীদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা, অভিভাবক প্রতিনিধি জুয়েল আহমেদ, একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ শাহরিয়ার খান আনাসের ফলক উন্মোচন করেন।


