ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ । ২৩৮ জন

আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। গত সোমবার (৩০.১০.২০২৩) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এর হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি’র প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ সহ অন্যান্যরা। এছাড়াও রূপালী ব্যাংকের পক্ষে জিএম এন্ড সিএফও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।