ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫

পুকুরে পড়ে প্রাণ গেল সিয়ামের

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ । ২০ জন

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ে সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আমির হোসেন রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে। টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ সময় সিয়াম পানিতে চাপা পড়ে। পরে এক নারী ঘটনাটি দেখে স্থানীয়দের জানান। তারা দ্রুত সিয়ামকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে।