ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ । ২০ জন

কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নছিম উদ্দিন দেওয়ানী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চিলমারী উপজেলার সিনেমা হল মোড় এলাকার বজরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিম উদ্দিন দেওয়ানী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সমাজপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর বৃদ্ধ নছিম উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটিকে ধাওয়া করলে চালক চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।