বিশ্বজুড়ে বায়ুদূষণের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে আজ বুধবার সকালে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে বসনিয়া–হার্জেগোভিনিয়ার রাজধানী সারায়েভো। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে।
সকাল সাড়ে আটটার দিকে সারায়েভোর বায়ুমান সূচক (AQI) ছিল ৪৫১, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। একই সময়ে ঢাকার বায়ুমান ছিল ২০২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ২০০ ছাড়ালে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, আর ৩০০-এর বেশি হলে পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বব্যাপী শহরগুলোর বাতাসের মান পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক সূচকের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করে থাকে। এই সূচক একটি নির্দিষ্ট এলাকার বাতাস কতটা পরিষ্কার বা দূষিত-সে সম্পর্কে ধারণা দেয়।
চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই ঢাকার বাতাসের মান ধারাবাহিকভাবে খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য শহরেও বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। কোনো কোনো দিন রাজধানীর চেয়েও অন্যান্য শহরে দূষণের মাত্রা বেশি রেকর্ড হচ্ছে।
আজ সকালে ঢাকার কয়েকটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। এর মধ্যে গোড়ান ও কল্যাণপুরে বায়ুমান সূচক ছিল ২৪০, দক্ষিণ পল্লবীতে ২৩৯, বেচারাম দেউড়ীতে ২১২ এবং বে’জ এজ ওয়াটার এলাকায় ২০৩।
দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে নানামুখী প্রকল্প ও উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং দিন দিন দূষণের মাত্রা আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইকিউএয়ারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ঢাকায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


