ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ । ২৭ জন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হেনেছে ৪ মাত্রার একটি ছোট ভূমিকম্প। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১১ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের উৎপত্তি মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে হয়েছে। খবর নিশ্চিত করেছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা।

সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানিয়েছেন, কম মাত্রার এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি আরও জানিয়েছেন, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকনোটিক প্লেটের চাপের কারণে সৌদি আরবে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই চাপ স্থানীয় ফল্টগুলোকে পুনরায় সক্রিয় করতে পারে, যার কারণে মাঝে মাঝে পূর্বাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে, গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রদেশে রেড অ্যালার্ট জারি রয়েছে এবং বুধবার পর্যন্ত টানা তৃতীয়দিন সব ধরনের শিক্ষা কার্যক্রম বাতিল করা হয়েছে।