ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫

সিলেটে পাঁচ মিনিটে দুই ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ । ৫৫ জন

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পন এবং ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় কম্পন অনুভূত হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার।

এর কিছুক্ষণ পর রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে।

এ ছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের সিসমোলজি কেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় অঞ্চল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

পর পর কয়েক স্থানে এভাবে ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভূমিকম্পবিদরা প্রয়োজনীয় সতর্কতা এবং ভূমিকম্পের সময় নিরাপদ আচরণবিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন।