ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

সাদুল্লাপুরে ২৬০৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ । ৮৯ জন

সাদুল্লাপুর উপজেলায় কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড়।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন ও শাহ আলম মিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য বলেন, “কৃষকদের সহায়তা দিয়ে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।