ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ধনী প্রার্থীদের জন্য চালু হলো ‘ট্রাম্প গোল্ড ভিসা’

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ । ১৮ জন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে এই উদ্যোগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। মঙ্গলবার (৮ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে এ সম্পর্কে জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে।” তিনি আরও বলেন, এই ভিসা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার একটি “সরাসরি পথ” হিসেবে কাজ করবে এবং দেশের কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে সুবিধা পাবে।

কিভাবে আবেদন করা যাবে?
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের TrumpCard.gov ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। এরপর অনলাইন ফরম পূরণ করে জমা দিতে হবে।

ফরম জমা দেওয়ার সময় আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা)। এই ফি গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

ভিসা পেতে লাগবে আরও ১০ লাখ ডলার
আবেদন যাচাই শেষে যোগ্য প্রার্থীদের জানানো হবে পরবর্তী ধাপ। ভিসা অনুমোদনের আগে আবেদনকারীকে দিতে হবে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা)। ওয়েবসাইটে এই অর্থকে ‘উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও এটি ভিসা প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ।

গ্রিন কার্ডের সমতুল্য সুবিধা
ট্রাম্প গোল্ড ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং ভবিষ্যতে নাগরিকত্বের জন্য আবেদন করার মতো সুবিধা পাবেন। ভিসাটিকে মর্যাদায় গ্রিন কার্ডের সমতুল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ আয়ের বিদেশিদের যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করতে এবং অর্থনৈতিক সুবিধা পেতে এই নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন।

আপনি চাইলে এই ভিসার সুবিধা-অসুবিধা বা বিশ্লেষণধর্মী প্রতিবেদনও তৈরি করে দিতে পারি।