ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ । ৩৯ জন

উত্তরের জনপদ পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। কয়েক দিন ১০ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হঠাৎই তাপমাত্রা নেমে এসেছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে-যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভোগান্তিও।

সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বর্তমানে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

স্থানীয়ভাবে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই আলো কমে আসে। পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতেও কয়েক দিন ধরে হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সূর্যের দেখা মিললেও তাপমাত্রায় তেমন উষ্ণতা নেই।

শীতের তীব্রতা বাড়ায় নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়েছে। গ্রামাঞ্চলে সকাল-সন্ধ্যায় গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। হাসপাতালগুলোর বহির্বিভাগেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর ভিড়; যাদের অবস্থা গুরুতর হচ্ছে তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।