বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এ দূষণের প্রধান ভুক্তভোগী। কয়েকদিনের সামান্য উন্নতির পর আবারও শহরটির বায়ুমান দ্রুত অবনতি ঘটেছে। দুদিন ধরে রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্যানুযায়ী, ১৭৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বায়ুর তালিকায় পড়ে, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এ সময়ে বিশ্বে সর্বাধিক দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর ৫০৮, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৭৪), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (২০১) এবং পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৭৫।
বিশেষজ্ঞদের মতে, ০–৫০ একিউআইকে ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থরা বাইরে যাতায়াত কমানোর পরামর্শ দেওয়া হয়। আর ৩০১–৪০০ একিউআই ‘ঝুঁকিপূর্ণ’, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের শুরুতে ধুলাবালু বেড়ে যাওয়া, নির্মাণকাজে নিয়ন্ত্রণহীনতা এবং পরিবহনখাতে দূষণই বায়ুর মান দ্রুত খারাপ হওয়ার মূল কারণ। বায়ুমান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


