বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্র (৮৯) এখনো চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
হেমা মালিনী সোমবার (১১ নভেম্বর) এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছেন, “যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে এমন একজন ব্যক্তির সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। দয়া করে পরিবারকে এবং তাদের গোপনীয়তার প্রয়োজনকে যথাযথ সম্মান দিন।”
গত রাত থেকে অনলাইনে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুরাগী ও চলচ্চিত্রজগতের সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে, খুব দ্রুতই পরিবার সেই গুজবের সত্যতা অস্বীকার করে বিবৃতি দেয়।
অভিনেতার মেয়ে এষা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, “সংবাদমাধ্যমগুলো যেন অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে এবং ভুয়ো খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের পরিবারকে গোপনীয়তা দেওয়ার জন্য। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।”
ধর্মেন্দ্রকে সম্প্রতি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


