ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে একের পর এক শৈত্যপ্রবাহের আভাস, বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ । ৬৪ জন

শীতের দাপটে দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস মিলছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কুয়াশা, কম তাপমাত্রা ও শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারি মাসজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে রাজধানী ঢাকায় কুয়াশা শনিবারের তুলনায় কিছুটা কম থাকলেও তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে। শনিবার দুপুরের দিকে অল্প সময়ের জন্য রোদ দেখা গেলেও রবিবার সকালেও সূর্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে।

তবে রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে। রবিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে শনিবার ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, শনিবারের তুলনায় রবিবার রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে এবং এই ধারা অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, আজ দিনের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত না হলে কুয়াশা পুরোপুরি কাটার সম্ভাবনা কম বলেও জানানো হয়েছে। তবে শনিবারের তুলনায় রবিবার রাজধানীতে রোদ কিছুটা বেশি সময় স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে সারা দেশে কমপক্ষে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রবিবার ও সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বুধবার থেকে আবার উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমে নতুন করে শৈত্যপ্রবাহের সূচনা হতে পারে বলে তিনি সতর্ক করেন।

আবহাওয়াবিদদের মতে, কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অত্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।