হিমেল বাতাসের প্রভাবে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। মাত্র দুই দিনের ব্যবধানে জেলায় রাতের ও দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের উত্তাপ তেমন অনুভূত হচ্ছে না। ঘন কুয়াশা এবং উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাস সাধারণ মানুষকে স্বাভাবিক কার্যক্রমে অসুবিধায় ফেলছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় রেকর্ড করা ১২.২ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।


