ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

একই দিনে দুই দেশে ভূমিকম্প: ভোরে বাংলাদেশ, বিকেলে কাঁপল চীন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ । ৬০ জন

একই দিনে এশিয়ার দুই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বাংলাদেশে হালকা কম্পন এবং বিকেলে চীনের জিনজিয়াং অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে দুই ক্ষেত্রেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোর ৬টা ১৪ মিনিটে বাংলাদেশে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা এবং কেন্দ্র ছিল মাটির ২৭.২ কিলোমিটার গভীরে। নরসিংদীর পাশাপাশি নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায়ও কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী আকচি কাউন্টি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন আরও তীব্র অনুভূত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পায়নি স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূকম্পীয় বেল্টে ঘন ঘন কম্পন হওয়া অস্বাভাবিক নয়। ভূমিকম্প ঝুঁকির দিক থেকে বাংলাদেশ ও চীনের কয়েকটি অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই এলাকায় মাঝেমধ্যেই এমন ভূমিকম্প হতে পারে।