ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৫ একর বনভূমি উদ্ধার করল বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ । ১৭ জন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জে অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার ও বন অপরাধ দমনে জোরালো অভিযান চালানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিটের পূর্ব পানেরছড়া এলাকায় সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি ইটের পাকাঘর উচ্ছেদ করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের মাধ্যমে ওই অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি দল জবরদখলকারীদের স্থাপিত সীমানা সূচক পিলার ভেঙে ফেলে এবং তারের নেট অপসারণ করে জব্দ করে। এ অভিযানে প্রায় ১৫ একর অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম জানান, বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বন অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় বন আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী বন সংরক্ষক (সদর) নেতৃত্বে পরিচালিত অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা, পানেরছড়া, চেইন্দা ও ঝিলংজা বিট কর্মকর্তা, লিংক রোড স্টেশন কর্মকর্তা, কক্সবাজার স্পেশাল টিমসহ বন বিভাগের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।