ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  • অন্যান্য

সাত মাস ধরে ওষুধহীন নড়াইলের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ । ৪২ জন

নড়াইলের ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে টানা সাত মাস ধরে ওষুধের সরবরাহ নেই। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের নারী ও শিশু।

প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু সেবা, এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা এসব কেন্দ্র এখন কার্যত রোগীশূন্য। কারণ ওষুধ না থাকায় মানুষ আর সেখানে ভরসা পাচ্ছে না।

নড়াইল জেলার তিন উপজেলায় রয়েছে মোট ৪০টি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এর মধ্যে সাতটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয় সিভিল সার্জনের অধীনে এবং বাকিগুলো পরিচালনা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

সরেজমিন চিত্র:
শাহাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি কক্ষে চুপচাপ বসে আছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার। পুরো কেন্দ্রে রোগীর সাড়া নেই।
আলোকদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “ডাক্তার তো দেখেছেন, কিন্তু ওষুধ নেই। শুধু প্রেসক্রিপশন দিলেন। আগে অনেক রোগী আসতো, এখন কেউ আসে না।”

গোপীকান্তপুর থেকে আসা সন্ধ্যা রানী অভিযোগ করেন, “আমরা দরিদ্র মানুষ, বাচ্চাদের সমস্যা হলে এখানেই আসতাম। কিন্তু এখন ৬-৭ মাস ধরে কোনো ওষুধ দিচ্ছে না।”

চিকিৎসক ও প্রশাসনের বক্তব্য:
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আলাউদ্দিন জানান, “আগে প্রতিদিন ৫০-৮০ জন রোগী আসতেন, এখন তা নেমে এসেছে ১৫-২০ জনে। কারণ ওষুধ নেই। ২৫ ধরনের ওষুধের বরাদ্দ থাকলেও গত ৭-৮ মাস ধরে কিছুই আসেনি।”

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূর বলেন, “ওষুধ সংকট সত্যিই আছে। তবে আমরা পরামর্শ ও চেকআপ সেবা চালু রেখেছি। মন্ত্রণালয় থেকে ওষুধ সরবরাহের প্রক্রিয়া চলছে। আশা করি, দ্রুত সমাধান হবে।”

জনগণের আহ্বান:
স্থানীয়দের দাবি, দ্রুত এসব স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ নিশ্চিত করে কার্যকর চিকিৎসাসেবা ফিরিয়ে আনা হোক। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি এখন সময়ের দাবি।