সাতক্ষীরায় ২০২৫ সালে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি মাহফুজুর রহমান (৬০) সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার (১৮ জুন) রাতে মাহফুজুর রহমান করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে এবং দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় করোনার সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও সার্বিক সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ পর্যবেক্ষণ জোরদার করেছে বলেও জানা গেছে।