ঢাকা শহর শিশু ও যুবদের জন্য এখনো নিরাপদ ও বান্ধব শহর হয়ে উঠতে পারেনি। অপরিকল্পিত নগরায়ন, যানজট, সড়ক দুর্ঘটনা, শব্দ ও বায়ু দূষণ এবং খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের অভাব ঢাকার শিশু ও যুবদের দৈনন্দিন জীবনে গুরুতর ও নেতিবাচক প্রভাব ফেলছে। ঢাকায় বসবাসকারী লাখো শিশু নিরাপদ হাঁটাচলা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত। একই সঙ্গে তাদের নগর পরিকল্পনা ও নগরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও সীমিত। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু ও যুবদের চাহিদাকে কেন্দ্র করে নগর পরিকল্পনা ও সেবা পুনর্বিন্যাস করা এখন সময়ের দাবি।
আজ (১৭ ডিসেম্বর) শিশু ও যুব-বান্ধব মিরপুর এলাকা নিশ্চিতের জন্য করণীয় নিরূপণে এলাকার আলফা বাংলা হাইস্কুল ও স্কুল অফ লাইফ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে রূপনগর কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “শিশু ও যুব-বান্ধব শহর তৈরি” শীর্ষক একটি আরবান রুম আয়োজিত হয়েছে। এ আয়োজনে স্কুল দুটির ৩০ জন শিক্ষার্থী ভবিষ্যৎ মিরপুর এলাকা কেমন দেখতে চায় সে বিষয়ে তাদের মতামত ম্যাপ, ছবি আঁকা ও মডেলের মাধ্যমে তুলে ধরেন।
কর্মশালার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শিশু ও যুববান্ধব ঢাকা গড়ে তোলা মানে একটি নিরাপদ, ন্যায্য ও টেকসই রাজধানী নির্মাণ। এখনই কার্যকর নীতি ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা আবশ্যক। এজন্য নগর পরিকল্পনা এবং নকশা তৈরিতে শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হলেই একটি ন্যায্য, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর নিশ্চিত করা সম্ভব হবে।
আয়োজনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ মিঠুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব জিওগ্রাফি অ্যান্ড প্ল্যানিং-এর সিনিয়র লেকচারার ড. মাতলুবা খান, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, আলফা বাংলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, স্কুল অফ লাইফ এর মেম্বার সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু।
আরবান রুমে শিক্ষার্থীরা দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে স্কুল, মাদক নিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং, পরিবেশ রক্ষায় সবুজায়ন বৃদ্ধি, সকলের জন্য ব্যবহার উপযোগী খেলার মাঠ, মাঠের পাশে প্রাথমিক চিকিৎসা প্রদান কেন্দ্র, মিরপুর রূপনগর এলাকা থেকে গার্মেন্টস অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনার সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীরা এসকল সুপারিশ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের কাছে চিঠি লেখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী রাকেশ শর্মা, রিফা তাসনিয়া সাদিয়া, ঋতু প্রভা; ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা, এবং সহকারি প্রকল্প কর্মকর্তা বাঁধন ঘোষ। আরো উপস্থিত ছিলেন আলফা বাংলা হাইস্কুল ও স্কুল অফ লাইফ এর শিক্ষকবৃন্দ, ও ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ।


