যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইউসুফ (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।
নিহত ইউসুফ যশোরের মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
কিডনি জটিলতা নিয়ে ভর্তি, পরে করোনা শনাক্ত
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনির সমস্যার কারণে গত ১৩ জুন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। একপর্যায়ে তার অক্সিজেন লেভেল কমে যেতে থাকলে চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেন।
এরপর ১৮ জুন শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে নমুনা দিয়ে পরীক্ষার পর রাতেই রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তবে চিকিৎসকরা করোনা চিকিৎসা শুরুর আগেই ইউসুফ ১৯ জুন ভোররাতে মারা যান।
আইসিইউতে দ্বিতীয় মৃত্যু
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন শাফায়েত জানান, “আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আমাদের ফোনে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।” এ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে মোট দুইজনের মৃত্যু হলো।
এই ঘটনাটি আবারও প্রমাণ করছে, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও যথাযথ চিকিৎসা শুরু করা কতটা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত কোমর্বিডিটিযুক্ত রোগীদের ক্ষেত্রে এখন থেকেই সতর্কতা অবলম্বন করা জরুরি।